Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস, ২০১৮
বিস্তারিত

১৫ মার্চ ২০১৮ খ্র্রি: তারিখ অন্যান্য বছরের ন্যায় জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরার আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০১৮ পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০.০০টায় কালেক্টরেট চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের ভায়না মোড় প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বরে এসে শেষ হয় । র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  দিবসের প্রতিপাদ্যকে সামনে রেখে  এক সেমিনার আয়োজন করা হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খোন্দকার আজিম আহমেদ, জেলা প্রশাসক (ভাঃ), মাগুরা। সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ আজমুল হক। বিশ্ব ভোক্তা অধিকার দিবসের এবারের প্রতিপাদ্য ‘ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ’- এর উপর কী নোট উপস্থাপন করেন জনাব মোহাম্মদ মামুনুল হাসান, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা। উক্ত র‌্যালি ও সেমিনারে জেলা প্রশাসনের কর্মকর্তাগণসহ মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মো: রুস্তম আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকতা জনাব মো: আবু সুফিয়ান, জনাব পার্থ প্রতিম সাহা, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা; জনাব মো: রেজাউল করিম, জেলা তথ্য কর্মকর্তা, মাগুরা; ড. মো: আশরাফুল আলম, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, মশলা গবেষণা কেন্দ্র, মাগুরা;  জনাব মো: মাহবুবুর রহমান, ব্যবস্থাপক, জনতা ব্যাংক, মাগুরা; জনাব সরোজ কুমার দাস, সহকারী পরিচালক, উপানুষ্ঠনিক শিক্ষা ব্যুরো, মাগুরা; স্থানীয় সরকারী স্কুল ও কলেজের প্রতিনিধি, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, জেলা বণিক সমিতির প্রতিনিধি, ব্যবসায়ীগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে ডিজিটাল বাজার ব্যবস্থায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের বর্তমান এবং সম্ভাব্য ভোক্তাদের ডিজিটাল লেনদেনের মাধ্যমে যেমন জীবনকে সহজ করে দিয়েছে তেমনি কোন কোন ক্ষেত্রে মানুষের জীবনকে দূর্বিষহও করে তুলছে বলে জানানো হয়। এ ব্যবস্থায় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে যেন তৃতীয় পক্ষ জালিয়াতির আশ্রয় নিয়ে ভোক্তার সাথে প্রতারণার না করতে পারে এবং উপস্থিত সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ ভোক্তা অধিকার বিরোধী কার্য  প্রতিরোধে করণীয় সর্ম্পকে বিস্তারিত আলোচনা করা হয়।